ফ্লোর প্রাইসে ফিরেছে আরও ১১ কোম্পানি

Date: 2022-10-11 11:00:14
ফ্লোর প্রাইসে ফিরেছে আরও ১১ কোম্পানি
আ‌গের দিন শেয়ারবাজারে তালিকাভুক্ত ২১০ টির কোম্পানি ফ্লোর প্রাইসে ছি‌লো। আজ ফ্লোর প্রাইসে কোম্পানির সংখ্যা কমেছে ১৪ টি। আজ নতুন ক‌রে আরও ১১টি কোম্পা‌নি শেয়ারদর ফ্লোর প্রাই‌সে ফি‌রে‌ছে। এতে করে ফ্লোর প্রাইসে মোট কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছে ২০৫টি।আগের দিন ফ্লোর প্রাইসে থাকা প্রতিষ্ঠান এবং গত দিনের ফ্লোর প্রাইসে ফেরা প্রতিষ্ঠান মিলে ফ্লোর প্রাইসের মোট প্রতিষ্ঠান দাঁড়িয়েছিল ২১০টি। এখান থেকে আজ ১১ কোম্পানি শেয়ারদর প্রাইজের উপরে উঠেছে। আবার নতুন করে ১৪ টি কোম্পানি ফ্লোর প্রাইজ এ ফিরেছে। এতে করে ফ্লোর প্রাইসে অবস্থান করা প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ২০৫টিতে।নতুন করে ফ্লোর প্রাই‌সে ফেরা কোম্পা‌নি রহিম টেক্সটাইল, ইসলামী ব্যাংক, একমি পেস্টিসাইড, ঢাক্কা ডাইং, এমারেল্ড অয়েল, বারাকাত পাওয়ার, আরএকে সিরামিকস, আইপিডিসি ফাইন্যান্স, পপুলার লাইফ, সমতা লেদার এবং রেক্কিট বেনকিজার লিমিটেড।

Share this news