ফ্লোর প্রাইসে ফিরেছে ৬ কোম্পানি

Date: 2023-07-25 01:00:07
ফ্লোর প্রাইসে ফিরেছে ৬ কোম্পানি
পতন প্রবণতায় শেয়ারবাজারে লেনদেন চলছে। আজ চতুর্থ দিনের মতো শেয়ারবাজারে ধারাবাহিক পতন হয়েছে। পতনের ঝাপটায় আজ (মঙ্গলবার) ফ্লোর প্রাইসে ফিরেছে আরও ৬ কোম্পানির শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।ফ্লোর প্রাইসে ফেরা কোম্পানিগুলো হলো-কেয়া কসমেটিক্স, সামিট অ্যালায়েন্স পোর্ট-সাপোর্ট, লুব-রেফ বাংলাদেশ, শাহজালাল ইসলামী ব্যাংক, ডেফোডিল কম্পিউটারস ও তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড।কোম্পানিগুলোর মধ্যে কেয়া কসমেটিকস আজ ১০ পয়সা কমে ৬ টাকা ৪০ পয়সায়, সাপোর্ট ৩০ পয়সা কমে ২৭ টাকা ২০ পয়সায়, লব-রেফ বাংলাদেশ ২০ পয়সা কমে ৩৫ টাকা ১০ পয়সায়, শাহজালাল ইসলামী ব্যাংক ১০ পয়সা কমে ১৮ টাকা ৩০ পয়সায়, ডেফোডিল কম্পিউটারস ১০ পয়সা কমে ৬৫ টাকা ৮০ পয়সায় এবং তমিজউদ্দিন টেক্সটাইল ১০ পয়সা কমে ১৭৮ টাকা ৩০ পয়সায় ফ্লোর প্রাইসে ফিরেছে।

Share this news