ফ্লোর প্রাইস ভেঙ্গেছে যে কোম্পানির শেয়ার

Date: 2023-09-11 17:00:09
ফ্লোর প্রাইস ভেঙ্গেছে যে কোম্পানির শেয়ার
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১১ সেপ্টেম্বর) শেয়ারবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১.৮৪ পয়েন্ট। আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৬৭টির দর বেড়েছে, ৮১টির দর কমেছে এবং ১৫২টির দর অপরিবর্তিত রয়েছে। দর অপরিবর্তিত থাকা কোম্পানিগুলোর মধ্যে সিংহভাগই ফ্লোর প্রাইসের কোম্পানি। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।আজ শেয়ারবাজারে ফ্লোর প্রাইস অতিক্রম করে লেনদেন করেছে একটি কোম্পানির শেয়ার। কোম্পানিটি হচ্ছে মাইডাস ফাইন্যান্স লিমিটেড।আজ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১০ পয়সা বা ১ শতাংশ। গতকাল ফ্লোর প্রাইসে অবস্থান কালে কোম্পানিটির শেয়ারদর ছিল ১০ টাকায়। আজ ফ্লোর প্রাইস ভেঙ্গে কেম্পানিটির শেয়ার লেনদেন হয়েছিল ১০ টাকা ১০ পয়সায়। দিন শেষে আবারও কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইসে ফিরে এসেছে।

Share this news