ফ্লোর প্রাইস ভেঙ্গেছে দুই কোম্পানির শেয়ার

Date: 2023-07-23 05:00:08
ফ্লোর প্রাইস ভেঙ্গেছে দুই কোম্পানির শেয়ার
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৩ জুলাই) শেয়ারবাজারে বড় পতন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ২৩ পয়েন্ট। আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৪৪টির দর বেড়েছে, ১৪২টির দর কমেছে এবং ১৫৯টির দর অপরিবর্তিত রয়েছে। দর অপরিবর্তিত থাকা কোম্পানিগুলোর মধ্যে সিংহভাগই ফ্লোর প্রাইসের কোম্পানি। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।আজ শেয়ারবাজারে ফ্লোর প্রাইস অতিক্রম করে লেনদেন করেছে দুই কোম্পানির শেয়ার। এই দুই কোম্পানির মধ্যে রয়েছে ইবনে সিনা এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেড।কোম্পানিটগুলোর মধ্যে আজ ইবনে সিনার শেয়ারদর বেড়েছে ৫০ পয়সা বা ০.১৭ শতাংশ। গতকাল ফ্লোর প্রাইসে অবস্থান কালে কোম্পানিটির শেয়ারদর ছিল ২৮৬ টাকা ৬০ পয়সায়। আজ ফ্লোর প্রাইস ভেঙ্গে ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ২৮৭ টাকা ১০ পয়সায়।সিঙ্গার বাংলাদেশের শেয়ারদর বেড়েছে ৫ টাকা ৫০ পয়সা বা ৩.৬২ শতাংশ। আগেরদিন ফ্লোর প্রাইসে অবস্থান কালে কোম্পানিটির শেয়ারদর ছিল ১৫১ টাকা ৯০ পয়সায়। আজ ফ্লোর প্রাইস ভেঙ্গে ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ১৫৭ টাকা ৪০ পয়সায়।

Share this news