ফ্লোর প্রাইস ভেঙ্গেছে দুই কোম্পানি
টানা পতনের ইতি টেনে সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার (২২ নভেম্বর) উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজার। এ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আজ বেড়েছে সাড়ে ৩৯ পয়েন্ট। এমন উত্থানের দিনেও মাত্র ২টি কোম্পানির শেয়ারদর ফ্লোর প্রাইসের উপরে উঠেছে।ফ্লোর প্রাইষ অতিক্রম করা এই দুই কোম্পানির মধ্যে রয়েছে এ্যাম্বি ফার্মাসিটিক্যালস এবং মীর আখতার হোসেন লিমিটেড। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।আজ এ্যাম্বি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা খবর আসায়। ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ এবং ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড। এ খবরে কোম্পানিটির শেয়ার দাম ফ্লোর প্রাইস অতিক্রম করে লেনদেন হয়েছে। কোম্পানিটির ফ্লোর প্রাইস হলো ৪৮৬ টাকা ২০ পয়সা। কোম্পানিটির শেয়ার আজ ৩৬ টাকা ৮০ পয়সা বা ৭.৫৭ শতাংশ বেড়ে লেনদেন হয়েছে ৫২৩ টাকায়।অন্যদিকে, মীর আখতার হোসেনের শেয়ার আজ ফ্লোর প্রাইস অতিক্রম করে ৩০ পয়সা বা ০.৫৯ শতাংশ বেড়ে ৫১ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার আজ স্পট মার্কেটে লেনদেন হয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি সাড়ে ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগামীকাল বুধবার কোম্পানিটির স্পট মার্কেটে শেষ লেনদেন হবে। পরের দিন বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে এর লেনদেন বন্ধ থাকবে।