ফ্লোর প্রাইস ভেঙ্গেছে চার কোম্পানির শেয়ার

ঈদুল ফেতরের পর প্রথম কর্মদিবস সোমবার দেশের শেয়ারবাজারে উত্থান হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন সূচক বেড়েছে সাড়ে ২৩ পয়েন্ট। আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৮টির দর বেড়েছে, ৩৮টির দর কমেছে এবং ২০৫টির দর অপরিবর্তিত রয়েছে। দর অপরিবর্তিত থাকা কোম্পানিগুলোর মধ্যে সিংহভাগই ফ্লোর প্রাইসের কোম্পানি।উত্থানের দিনে আজ ফ্লোর প্রাইস ভেঙ্গেছে চার কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- এক্সিম ব্যাংক, ইমাম বাটন, রহিম টেক্সটাইল ও রিলায়েন্স ইন্সুরেন্স। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে রহিম টেক্সটাইলের। কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৭০ পয়সা। এছাড়া, এক্সিম ব্যাংকের দর বেড়েছে ১০ পয়সা, ইমাম বাটনের দর বেড়েছে ৮০ পয়সা এবং রিলায়েন্স ইন্সরেন্সের ১০ পয়সা।কোম্পানিগুলোর মধ্যে এক্সিম ব্যাংক ও ইমাম বাটনের শেয়ার বেশি লেনদেন হয়েছে। এরমধ্যে এক্সিম ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১০ লাখ ৩৬ হাজারের বেশি এবং ইমাম বাটনের ৪৭ হাজারের বেশি।