ফ্লোর প্রাইস ভেঙ্গেছে বড় মূলধনী দুই কোম্পানি

শেয়ারবাজারে ধীরে ধীরে ভালো মানের শেয়ার লেনদেনে ফিরতে শুরু করেছে। প্রতিদিনই এক-দুটি কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসে ভেঙ্গে লেনদেন করছে। আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১৪ জানুয়ারি) দুটি ভালো মানের বড় মূলধনী কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইস ভেঙ্গে লেনদেন করেছে। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।কোম্পানি দুটি হলো-পাওয়ার গ্রীড ও মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড।কোম্পানি দুটির আজ বড় লেনদেন দেখা গেলেও শেষ বেলায় উভয় কোম্পানির শেয়ার ফের ফ্লোর প্রাইসে এসে অবস্থাননেয়।কোম্পানি দুটির মধ্যে পাওয়ার গ্রীডের আজ রেকর্ড লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার আজ গত পৌনে দুই বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। আজ লেনদেন হয়েছে ৬৬ লাখ ৯০ লাখ শেয়ারের বেশি। আজ ডিএসইর লেনদেনের শীর্ষ তালিকায় পাওয়ার গ্রীড ছিল দ্বিতীয় শীর্ষ লেনদেনের কোম্পানি। দিনের এক পর্যায়ে কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইস ৫২ টাকা ৪০ পয়সা ভেঙ্গে ৫৩ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়। তবে দিনশেষে ফের ৫২ টাকা ৪০ পয়সায় স্থান নেয়। কোম্পানিটি সর্বশেষ ৩০ জুন, ২০২৩ অর্থবছরেবিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।অন্যদিকে, মেঘনা পেট্রোলিয়ামের শেয়ার আজ ফ্লোর প্রাইস ১৯৮ টাকা ৬০ পয়সায় থেকে ২০৪ টাকা ৮০ পয়সা পর্যন্ত লেনদেন হয়। দিনভর কোম্পানিটির আজ ২ লাখ ২০ হাজার ৩৫২টি শেয়ার লেনদেন হয়েছে। যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। কোম্পানিটি সর্বশেষ ৩০ জুন, ২০২৩ অর্থবছরে বিনিয়োগকারীদের ১৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।