ফ্লোর প্রাইস ভেঙ্গেছে বিমার শেয়ার

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২০ জুলাই) শেয়ারবাজারে তলিকাভুক্ত বিমা খাতের একটি কোম্পানি ফ্লোর প্রাইস অতিক্রম করে লেনদেন হতে দেখা গেছে। কোম্পানিটি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।আজ বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার বেড়েছে ৮০ পয়সা বা ১.৪১ শতাংশ। আগের দিন কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইসে লেনদেন হয়েছে ৫৬ টাকা ৭০ পয়সায়। আজ ফ্লোর প্রাইস ভেঙ্গে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৭ টাকা ১০ পয়সায়।সর্বশেষ প্রথম প্রান্তিকে (জানুয়ারি-এপ্রিল”২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি এনএভি দাঁড়িয়েছে ২৪ টাকা ৫৬ পয়সা।সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।