ফ্লোর প্রাইস ভেঙ্গেছে আরও নয় কোম্পানি
![ফ্লোর প্রাইস ভেঙ্গেছে আরও নয় কোম্পানি](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/5797/florr-price--.png)
দীর্ঘদিনের মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের শেয়ারবাজার। বিনিয়োগকারীদের মাঝে যখন ফ্লোর প্রাইস নিয়ে আতঙ্ক, ঠিক তখনই ফ্লোর প্রাইসের বিষয় স্পষ্ট করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরপর থেকেই আত্মবিশ্বাস বেড়েছে বিনিয়োগকারীদের।বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসে এবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে শেয়ারবাজার। এরই প্রেক্ষিতে আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৬ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে নয়টি কোম্পানি ফ্লোর প্রাইস ভেঙ্গে ফ্লোর প্রাইসের উপরে লেনদেন করতে দেখা গেছে। গতকাল রোববার ফ্লোর প্রাইস ভেঙ্গে উপরে রেনদেন হয়েছে ৫৩টি কোম্পানির শেয়ার। লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে তথ্য জানা গেছে।আজ ফ্লোর প্রাইস ভেঙ্গে উপলে লেনদেন হওয়া নয় কোম্পানির মধ্যে রয়েছে ব্যাংক এশিয়া, বেক্সিমকো সুকুক, মেঘনা পেট্রোলিয়াম,পম্দা অয়েল, আরডি ফুড, শাহজালাল ইসলামি ব্যাংক, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ডমিনেজ স্টিল এবং ইন্দো বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেড।কোম্পানি নয়টির মধ্যে আজ ব্যাংক এশিয়ার শেয়ার ফ্লোর প্রাইস অতিক্রম করে ১০ পয়সা বেড়ে ২০ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। আগের দিন কোম্পানিটির শেয়ার ছিল ফ্লোর প্রাইসে ২০ টাকা ২০ পয়সায়।বেক্সিমকো সুকুকের শেয়ার ফ্লোর প্রাইস অতিক্রম করে ১ টাকা বেড়ে ৮৬ টাকা লেনদেন হয়েছে। দীর্ঘদিন যাবত কোম্পানিটির শেয়ার ছিল ফ্লোর প্রাইস ৮৫ টাকায় আটকে ছিল।মেঘনা পেট্রোলিয়ামের শেয়ার ফ্লোর প্রাইস অতিক্রম করে ৪০ পয়সা বেড়ে ১৯৯ টাকায় লেনদেন হয়েছে। দীর্ঘদিন যাবত কোম্পানিটির শেয়ার ছিল ফ্লোর প্রাইসে ১৯৮ টাকা ৬০ পয়সায়।পদ্মা অয়েলের শেয়ার ফ্লোর প্রাইস অতিক্রম করে ২ টাকা ৬০ পয়সা বেড়ে ২১১ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে। আগের দিন কোম্পানিটির শেয়ার ছিল ফ্লোর প্রাইসে ২০৯ টাকা ২০ পয়সায়।আরডি ফুডের শেয়ার ফ্লোর প্রাইস অতিক্রম করে ১ টাকা ৩০ পয়সা বেড়ে ৩৭ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে। আগের দিন কোম্পানিটির শেয়ার ছিল ফ্লোর প্রাইসে ৩৬ টাকা ২০ পয়সায়।শাহজালাল ইসলামি ব্যাংকের শেয়ার ফ্লোর প্রাইস অতিক্রম করে ১০ পয়সা বেড়ে ১৮ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে। আগের দিন কোম্পানিটির শেয়ার ছিল ফ্লোর প্রাইসে ১৮ টাকা ৮০ পয়সায়।সিএপিএম আইবিবিএলের ইউনিট ফ্লোর প্রাইস অতিক্রম করে ২০ পয়সা বেড়ে ১০ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে। আগের দিন কোম্পানিটির শেয়ার ছিল ফ্লোর প্রাইসে ৯ টাকা ৯০ পয়সায়।ডমিনেজ স্টিলের শেয়ার ফ্লোর প্রাইস অতিক্রম করে ১ টাকা ৬০ পয়সা বেড়ে ১৭ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে। আগের দিন কোম্পানিটির শেয়ার ছিল ফ্লোর প্রাইসে ১৬ টাকা ২০ পয়সায়।ইন্দো বাংলা ফার্মার শেয়ার ফ্লোর প্রাইস অতিক্রম করে ৭০ পয়সা বেড়ে ১৭ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। আগের দিন কোম্পানিটির শেয়ার ছিল ফ্লোর প্রাইসে ১৭ টাকায়।