ফ্লোর প্রাইস ভেঙ্গেছে ২ কোম্পানির শেয়ার
![ফ্লোর প্রাইস ভেঙ্গেছে ২ কোম্পানির শেয়ার](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/6157/florr-price--.png)
সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার (২২ মার্চ) উভয় শেয়ারবাজারে পতন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন মাত্র ১৭টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। আর কমেছে ৮২টি কোম্পানির।অন্যদিকে, অপরিবর্তিত ছিল ২১৪টি কোম্পানির শেয়ার। যেগুলোর মধ্যে সিংহভাগ কোম্পানির শেয়ারই ফ্লোর প্রাইসের।আজ যে ২টি কোম্পানি ফ্লোর প্রাইস অতিক্রম করেছে, সেই ২টি কোম্পানি হলো অ্যারামিট লিমিটেড ও আরএসআরএম। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।কোম্পানি ২টির মধ্যে আরএসআরএম পতনের ধাক্কা সামলিয়ে সামনে এগিয়েছে এবং শেষ পর্যন্ত দর বৃদ্ধির তালিকায় স্থান করে নিয়েছিল। কোম্পানিটি আজ ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় পঞ্চম নম্বরে অবস্থান নিয়েছে।অন্যদিকে, অ্যারামিট লিমিটেড আজ ফ্লোর প্রাইস ভেঙ্গে লেনদেন হয়েছে। কিন্তু পতনের তোড়ে শেষ পর্যন্ত ফ্লোর প্রাইসের ওপরে থাকতে পারেনি। দিনশেষে ফের ফ্লোর প্রাইসে অবস্থান নিয়েছে।