ফ্লোর প্রাইস ভেঙ্গে লেনদেন করেছে দুই শেয়ার
![ফ্লোর প্রাইস ভেঙ্গে লেনদেন করেছে দুই শেয়ার](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/6813/Floor-Price.jpg)
সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১২ এপ্রিল) সামান্য ইতিবাচক প্রবণতায় শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৮.৪০ পয়েন্ট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৭৫টির দর বেড়েছে, ৩৪টির কমেছে এবং ৩০৬টির দর অপরিবর্তিত রয়েছে। যেগুলোর বেশিরভাগই ফ্লোর প্রাইসের কোম্পানি। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।আজ ইতিবাচক প্রবণতার দিনে ২টি কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইস ভেঙ্গে লেনদেন হয়েছে। কোম্পানি ২টি হলো- রিপাবলিক ইন্সুরেন্স ও ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড।তথ্য বিশ্লেষণে দেখা যায়, রিপাবলিক ইন্সুরেন্সের ফ্লোর প্রাইস ৩১ টাকা ১০ পয়সা। শেয়ারটি মাঝে মাঝেই ফ্লোর প্রাইস অতিক্রম করে সামান্য ওপরে উঠে লেনদেন হয়। একদিন আগেও শেয়ারটি ফ্লোর প্রাইসের ওপরে লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার ফের ফ্লোর প্রাইসে স্থান নেয়। আজও ফ্লোর প্রাইস টপকে ৩১ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। আজ কোম্পানিটির ৬৬ হাজারের বেশি শেয়ার লেনদেন হয়েছে।অন্যদিকে, ইউনিলিভার কনজিউমার কেয়ারের নতুন ফ্লোর প্রাইস নির্ধারিত হয়েছে ২ হাজার টাকা ১০ পয়সা। বোনাস ডিভিডেন্ড ও ক্যাশ ডিভিডেন্ড অ্যাডজাস্ট হওয়ার শেয়ারটির এর দর ফ্লোর প্রাইস হিসাবে নির্ধারিত হয়েছে। আজ শেয়ারটি মাত্র ১০ পয়সা বেড়ে ফ্লোর প্রাইস ভেঙ্গে লেনদেন করেছে। আজ শেয়ারটি লেনদেন হয়েছে ১ হাজার ২৪৭টি শেয়ার।