ফ্লোর প্রাইস উঠছে না: গুজব ছড়িয়ে ফায়দা লুটছে কারসাজি চক্র

পুঁজিবাজারে ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়া হবে এমন গুজব ছড়ানোর ফলে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। যে কারণে অতিরিক্ত সেল প্রেসারে আজ বাজারে ব্যাপক দরপতন হয়েছে। আর কারসাজি চক্র কম দরে শেয়ার কেনার জন্যই এ সমস্ত গুজব ছড়িয়ে বাজারে আতঙ্ক তৈরি করে ফায়দা লুটে যাচ্ছে। তবে ফ্লোর প্রাইস উঠানোর কোন চিন্তা-ভাবনা কমিশন করছে না বলে সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসির) কমিশনার অধ্যাপক ড. শেখ সামসুদ্দিন আহমেদ।এ বিষয়ে তিনি বলেন, বিনিয়োগকারীদের বিনিয়োগ সুরক্ষার কথা নিয়ন্ত্রক সংস্থা সবার আগে চিন্তা করে। এই মুহুর্তে ফ্লোর প্রাইস তুলে দিয়ে তা বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করবে। তাই কমিশন ফ্লোর প্রাইস তুলে দেওয়া নিয়ে কোন ধরনের চিন্তা-ভাবনা করছে না।উল্লেখ্য, এর আগে গত ১১ আগস্ট কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শেয়ারে ফ্লোর প্রাইস অব্যাহত থাকবে। বাজার পরিস্থিতি বিবেচনায় গত ২৮ জুলাই ফ্লোর প্রাইস নির্ধারণ করা হয়েছে। যা ৩১ জুলাই থেকে কার্যকর হয়ে বর্তমানেও বলবৎ রয়েছে। তাই বিনিয়োগকারীদের এ ব্যাপারে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই বলে মনে করে কমিশন।