ফ্লোর প্রাইস তুলে নেওয়ার কোনো ভাবনা নেই বিএসইসির
: চলতি বছরের শুরু থেকেই শেয়ারবাজারে থেমে থেমে পতন হচ্ছিল। পতন যেখন গভীর অবস্থায় ধাবিত হয়, তখন দ্বিতীয় দফা ফ্লোর প্রাইস বেঁধে দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।দ্বিতীয় দফা ফ্লোর প্রাইস বেঁধে দেওয়ার পর প্রথম দফার মতো বেশিরভাগ কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসের ওপরে উঠে যায়। তবে তা বেশিদিন টেকেনি। কিছুদিন পরই ফ্লোর প্রাইসের পাল্লা ভারি হতে থাকে। এক পর্যায়ে ফ্লোর প্রাইসেই লেনদেন হতে শুরু করে বেশিরভাগ কোম্পানির শেয়ার। এখন প্রতিদিনই বাড়ছে ফ্লোর প্রাইসে নামা কোম্পানির সংখ্যা। এতে করে যেমন কমছে সূচক, কমছে লেনদেনও।তবে শেয়ারবাজারে ফ্লোর প্রাইস বা মন্দা অবস্থা নিয়ে মোটেও নিরাশ নয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সংস্থাটি মনে করছে এখান থেকেই ঘুরে দাঁড়াবে শেয়ারবাজার। বাজারের এখন যে পরিস্থিতি, এখানে হারানোর কিছু নেই। এখন বিনিয়োগের সময়। এখন বিনিয়োগ করলে লাভবান হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।বাজার সংশ্লিষ্টরা স্বীকার করেন যে, বিএসইসি শেয়ারবাজারের পতন ঠেকাতে এবং সাধারণ বিনিয়োগকারীদের রক্ষা করার লক্ষেই ফ্লোর প্রাইস বেঁধে দিয়েছে। এখন যেহেতু বেশিরভাগ কোম্পানির শেয়ারদর ফ্লোর প্রাইসে নেমে এসেছে, তাই এখান থেকে ফ্লোর প্রাইস তুলে দেওয়ার কোন সম্ভাবনা নেই।কারণ এখন ফ্লোর প্রাইস তুলে দিলে বাজার আরও বেশি খারাপ হবে। আর খারাপ সময় ডেকে আনার জন্যতো আর ফ্লোর প্রাইস দেওয়া হয়নি। তাই ফ্লোর প্রাইস তুলে দেওয়া নিয়ে কোনো চিন্তা-ভাবনাই করছে না বিএসইসি।বিএসইসি বলছেন, এই বাজারে হারানোর কিছু নেই। কারণ বাজারে এখন বিনিয়োগের সময়। এই সময়ে যে বিনিয়োগ করবে, সেই ভালো ব্যবসা করতে পারবে। কারণ এখান থেকে বাজার ঘুরে দাঁড়াবেই। আর বাজার ঘুরে দাঁড়ালেই পর্যায়ক্রমে ফ্লোর প্রাইস তুলে দেওয়া হবে।এর আগে ফ্লোর প্রাইস তুলে দেওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই ফ্লোর প্রাইস নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দিচ্ছে নিয়ন্ত্রক সংস্থাটি।