ফ্লোর প্রাইস টপকে দুই শেয়ারের লেনদেন

Date: 2023-04-01 21:00:11
ফ্লোর প্রাইস টপকে দুই শেয়ারের লেনদেন
সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার (০২ এপ্রিল) ইতিবাচক প্রবণতায় শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ারবাজারের সব সূবক বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে প্রায় ১১ পয়েন্ট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৩টির দর বেড়েছে, ৪৬টির কমেছে এবং ১৯৬টির দর অপরিবর্তিত রয়েছে। যেগুলোর সিংহভাগই ফ্লোর প্রাইসের কোম্পানি।আজ ইতিবাচক প্রবণতার দিনেও মাত্র ২টি কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইস টপকে লেনদেন হয়েছে। কোম্পানি ২টি হলো- ন্যাশনাল হাউজিং এন্ড ফাইন্যান্স ও ওরিয়ন ফার্মা লিমিটেড।আজ ইতিবাচক প্রবণতার দিনেও মাত্র ২টি কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইস টপকে লেনদেন হয়েছে। কোম্পানি ২টি হলো- ন্যাশনাল হাউজিং এন্ড ফাইন্যান্স ও ওরিয়ন ফার্মা লিমিটেড। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।তথ্য বিশ্লেষণে দেখা যায়, ন্যাশনাল হাউজিং এন্ড ফাইন্যান্সের ফ্লোর প্রাইস ৪১ টাকা ৮০ পয়সা। শেয়ারটি মার্চ মাস জুড়েই ফ্লোর প্রাইসে অবস্থান করছে। মাঝখানে কয়েক দিন ফ্লোর প্রাইস ভেঙ্গে লেনদেনও হয়েছে। তারপর ফের ফ্লোর প্রাইসে অবস্থান নিয়েছে। আজ শেয়ারটি ফ্লোর প্রাইস থেকে ৫০ পয়সা বেড়ে ৪২ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার লেনদেনে ছিল আজ এক ধরণের চমক দেখা গেছে। আজ কোম্পানিটির ৪ লাখ ২৩ হাজারের বেশি শেয়ার লেনদেন হয়েছে। যা গত ৩ মার্চের পর সর্বোচ্চ।অন্যদিকে, ওরিয়ন ফার্মার ফ্লোর প্রাইস ৭৯ টাকা ৬০ পয়সা। শেয়ারটি গত চার দিন আগেও ফ্লোর প্রাইসের ওপরে লেনদেন হয়েছে। তারপর গত তিন দিন যাবত ফ্লোর প্রাইসে লেনদেন হয়েছে। আজ ফের ফ্লোর প্রাইস টপকে লেনদেন হয়েছে। গত দুই মাসের মধ্যে বেশির ভাগ দিনই শেয়ারটি ফ্লোর প্রাইসের ওপরেই লেনদেন হয়েছে। আজ শেয়ারটি ফ্লোর প্রাইস থেকে ২ টাকা বেড়ে ৮১ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারের লেনদেনেও ছিল আজ বড় চমক। আজ কোম্পানিটির ৩০ লাখ ১৭ হাজারের বেশি শেয়ার লেনদেন হয়েছে। যা গত ৭ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ।

Share this news