ফ্লোর প্রাইস প্রত্যাহারের দাবি শীর্ষ ব্রোকারদের

Date: 2024-01-03 16:00:11
ফ্লোর প্রাইস প্রত্যাহারের দাবি শীর্ষ ব্রোকারদের
দীর্ঘদিন ফ্লোর প্রাইস অব্যাহত রাখার শেয়ারবাজারের লেনদেনে গতি নেই। ফ্লোর প্রাইসের কারণে অধিকাংশ শেয়ারদর একই জায়গায় আটকে আছে এবং এসব শেয়ারের ক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে এক প্রকার স্থবিরতা বিরাজ করছে। বাজারের গতি ফেরাতে দ্রুত ফ্লোর প্রাইস প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্রোকাররা।বুধবার (০৩ জানুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠকে শীর্ষ ব্রোকাররা ফ্লোর প্রাইস তোলার এই দাবি জানিয়েছেন।দেশের শেয়ারবাজারের বিদ্যমান পরিস্থিতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়টি আলোচনার জন্য শীর্ষ ৩০ ব্রোকারের সঙ্গে আলোচনা সভার আয়োজন করে বিএসইসি। রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে বুধবার বিকাল ৪টায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে সভায় ব্রোকারদের সবাই ফ্লোর প্রাইস তুলে নেয়ার বিষয়ে বিএসইসির দৃষ্টি আকর্ষণ করেন। কেউ কেউ অতিদ্রুত এবং কেউ কেউ কিছুটা সময় নিয়ে হলেও ফ্লোর প্রাইস প্রত্যাহারের দাবি জানান। ফ্লোর প্রাইস তোলার বিষয়ে শীর্ষ ব্রোকারদের দাবির বিষয়ে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, দেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হলে এর সঙ্গে সামঞ্জস্য রেখে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হবে।সভায় অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, শেয়ারবাজারের গুরুত্বপূর্ণ অংশীজন হিসেবে ব্রোকারদের মতামত আমরা গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করি এবং আমরা চাই আপনারা শেয়ারবাজারের নানা বিষয়ে মতামত ও পরামর্শ আমাদের জানান। দেশের শেয়ারবাজারের জন্য যা কিছু ভালো হবে, সেটাই বিএসইসির চাওয়া।তিনি বলেন, সবদিক বিবেচনায় আগামীতে বাংলোদেশের অর্থনৈতিক পরিস্থিতি ও আর্থিক অবস্থান আরো ভালো হবে এবং শেয়ারবাজার আরো প্রাণবন্ত হবে বলে আশা করা যায়।সভায় উপস্থিত বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতিতে বিদ্যমান চ্যালেঞ্জ এবং সে বিষয়ে করণীয় ও আগামীতে বাজারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, শেয়ারবাজারের বিদ্যমান চ্যালেঞ্জ থেকে উত্তরণে বিএসইসি সক্রিয়ভাবে চেষ্টা করছে। শিগগিরই বাজার ভালো হবে এবং বাজারের উন্নয়নে বিএসইসি দীর্ঘমেয়াদি পরিকল্পনায় কাজ করছে।

Share this news