ফ্লোর-মুক্তির দিনে ওরিয়ন ফার্মায় আজগুবি লেনদেন!

ফ্লোরপ্রাইস থেকে বের হয়ে আসার পর প্রথম কার্যদিবসে চমক দেখিয়েছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ফার্মা। বুধবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শত কোটি টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে। উঠে এসেছে লেনদেনের শীর্ষে। অথচ আগের দিন এ কোম্পানির মাত্র ৫ লাখ টাকা মূল্যের শেয়ার লেনদেন হয়েছিল।ডিএসইতে ওরিয়ন ফার্মার লেনদেনের পরিমাণ ছিল আগের দিনের তুলনায় দুই হাজার গুণ বেশি। লেনদেনের এমন বড় উল্লম্ফনকে অস্বাভাবিক মনে করছেন বাজার বিশ্লেষকরা। (৬ ফেব্রুয়ারি) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৬ কোম্পানির উপর থেকে ফ্লোরপ্রাইস তুলে নেওয়ার নির্দেশনা জারি করে। এর মধ্যে তিনটি কোম্পানির ক্ষেত্রে এ নির্দেশনা আজই কার্যকর হয়েছে। কোম্পানি তিনটি হচ্ছে-আনোয়ার গ্যালভানাইজিং, রেনাটা ও ওরিয়ন ফার্মা।