ফ্লোর বিক্রি করবে সানলাইফ ইন্স্যুরেন্স

Date: 2023-08-04 01:00:07
ফ্লোর বিক্রি করবে সানলাইফ ইন্স্যুরেন্স
তালিকাভুক্ত সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পর্ষদ তাদের নিলয় সানলাইফ টাওয়ারের চারটি ফ্লোর বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। গত বুধবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভা থেকে সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সভা থেকে কোম্পানির চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) ও দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও অনুমোদন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য অনুসারে, রাজধানীর মহাখালীর বীর উত্তম এ কে খন্দকার রোডে অবস্থিত কোম্পানির নিলয় সান লাইফ টাওয়ারের নবম, দশম, ১১তম ও ১২তম ফ্লোর বিক্রি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ফ্লোরের আয়তন ১২ হাজার ৩৩০ বর্গফুট। এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন চাইবে কোম্পানিটি।এদিকে সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের ৩০ জুন শেষে সানলাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৪৫ কোটি ৭১ লাখ ৩০ হাজার টাকা, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১১৫ কোটি ৭৫ লাখ টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে কোম্পানিটির জীবন বীমা তহবিল কমেছে ৭০ কোটি ৩ লাখ ৭০ হাজার টাকা।সানলাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি। আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১৯ সেপ্টেম্বর বেলা ৩টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট।লোকসানের কারণে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্যও বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়টি কোম্পানিটি। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোম্পানিটি ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ২০১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আগের হিসাব বছরেও কোনো লভ্যাংশ পাননি কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

Share this news