ফ্লোর বিক্রি করবে সানলাইফ ইন্স্যুরেন্স

Date: 2023-08-03 05:00:07
ফ্লোর বিক্রি করবে সানলাইফ ইন্স্যুরেন্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স নিলয় সানলাইফ টাওয়ারে ফ্লোর বিক্রি করবে। কোম্পানিটি এই টাওয়ারে ৯ম, ১০ম,১১তম ও ১২তম ফ্লোর বিক্রি করবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, নিলয় টাওয়ারের ৪ ফ্লোর মিলে কোম্পানিটি মোট ১২ হাজার ৩৩০ স্কয়ার ফিট জায়গা বেচবে। এটি মহাখালীর এ.কে. বীর উত্তম খন্দকার রোডে অবস্থিত।সানলাইফ ইন্স্যুরেন্স নিয়ন্ত্রক সংস্থার সম্মতি নিয়ে ফ্লোর বেচতে পারবে।

Share this news