ফের পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াচ্ছে বিদেশিরা

Date: 2023-05-03 01:00:15
ফের পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াচ্ছে বিদেশিরা
দেশের পুঁজিবাজারে গত দুই সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। এতদিন সাইড লাইনে বসে থাকা বড় বিনিয়োগকারীরাও ধীরে ধীরে বাজারে ফিরছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। একই সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি বছরের মার্চ মাসের চেয়ে এপ্রিল মাসে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়ে দ্বিগুণ হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এপ্রিল মাসে ১৮২ কোটি টাকার লেনদেন করে বিদেশি বিনিয়োগকারীরা। যা গত মার্চে ছিল ৮৭.৫১ কোটি টাকা। অর্থাৎ এপ্রিল মাসে বিনিয়োগ বেড়ে দ্বিগুন হয়েছে বিদেশি বিনিয়োগকারীদের।বাজার সংশ্লিষ্টরা বলেছেন, আইএমএফ-এর লোনপাওয়াসহ বাংলাদেশের অর্থনীতির একটি ইতিবাচক ইঙ্গিতের কারণেই বিদেশিরা আবার বাজারে সক্রিয় হয়েছে। এটি বাজারের জন্য একটি ইতিবাচক লক্ষণ। এখন দেখার বিষয় তারা কী পরিমাণ বিনিয়োগ করে।ডিএসইতে গত ফেব্রুয়ারিতে ১৯২ কোটি ৪৬ লাখ টাকা বিনিয়োগ ছিল বিদেশিদের, যা গত জানুয়ারিতে ছিল ১৭৪.৮৪ কোটি টাকা।গত কয়েকদিন ধরে বাজারে লেনদেন বেশ গতি লক্ষ্য করা যাচ্ছে। আজ বুধবারও সাড়ে ৮ ০০ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। সাড়ে ৯০০ কোটি টাকার লেনদেন হয়েছিল গত বৃহস্পতিবার। এছাড়া টানা নয়দিন মূল্যসূচকও বেড়েছিল।

Share this news