ফের পতনের বৃত্তে পুঁজিবাজার

টানা দরপতনের মধ্যে মূলধনি মুনাফায় কর কমানোর খবরে ইতিবাচক প্রভাব পড়েছিলো পুঁজিবাজারে। পরপর দুই কার্যদিবস ঊর্ধ্বমুখী ছিলো সূচক-লেনদেন উভয়। তবে আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে আবারও পতনের ধারায় ফিরেছে শেয়ারবাজার। এদিন প্রধান শেয়ারবাজারে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর পতনের পাশাপাশি মূল্যসূচকের পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, বুধবার (৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৭ দশমিক ৯৩ পয়েন্ট কমেছে। সূচকটি আজ বাজার শেষে ৫ হাজার ৩৪৭ পয়েন্টে দাড়িয়েছে।