ফের পতনে পুঁজিবাজার: আস্থা রাখতে ব্যর্থ নিয়ন্ত্রক সংস্থা

Date: 2023-03-13 21:00:10
ফের পতনে পুঁজিবাজার: আস্থা রাখতে ব্যর্থ নিয়ন্ত্রক সংস্থা
আজ মঙ্গলবার ১৪ মার্চ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ার দরও। তবে দৈনিক লেনদেনের পরিমান বেড়েছে। দিন শেষে আজ ৯.২৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।জানা যায়, আজ ১৪ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৮ শতাংশ বা ১১.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৩১.৯৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৫.১৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২১৭.৬৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ৩১ টির, কমেছে ১০২ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০১ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৯.২৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৮ কোটি ১৭ লাখ ৩০ হাজার ৭৫৯টি শেয়ার ৯৯ হাজার ১৮০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৬৩ কোটি ৬৩ লাখ ৭৯ হাজার টাকা।গত কার্যদিবসে অর্থাৎ ১৩ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৩ শতাংশ বা ৮.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৩.৫৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৯.৮৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২৩.৪৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৫ টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০১টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৮.৪৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৭ কোটি ১১ লাখ ৩০ হাজার ৯২০টি শেয়ার ৯৪ হাজার ৭০৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৫১ কোটি ৭১ লাখ ৮১ হাজার টাকা।সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১১১ কোটি ৯১ লাখ ৯৮ হাজার টাকা।এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৫ শতাংশ বা ১০.৪৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৩৯০.১৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ২৭টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৩টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৭ কোটি ৪ লাখ ৯১ হাজার ৮৮৭ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ১৩ লাখ ৭৫ হাজার ৯৬২ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ১ কোটি ৮ লাখ ৮৪ হাজার ৭৫ টাকা।

Share this news