ফের জেগে উঠছে জীবন বিমা খাত

Date: 2023-01-12 00:00:13
ফের জেগে উঠছে জীবন বিমা খাত
সপ্তাহের শেষ কার্যদিবস সারাদিন বাজারে উত্থান-পতন প্রবণতায় কেটেছে। দিনের শুরুতে লেনদেন পতন প্রবণতা দিয়ে শুরু করে শেষ পর্যন্ত বিনিয়োগকারীদের উত্থান দিয়ে শেষ করেছে। আজ ডিএসই প্রধান সূচক ডিএসই এক্স বেড়েছে ৫.৫২ পয়েন্ট।ডিএসই ২০টি খাতের মধ্যে সব খাত ছাড়িয়ে এককভাবে জীবন বিমাখাত লেনদেনের নেতৃত্বে রয়েছে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৮৩ কোটি ২৩ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ১৮.৪৯ শতাংশ।আমার স্টক সূত্রে এই তথ্য জানা গেছে।জীবন বিমা খাতে দর বৃদ্ধিতে এগিয়ে রয়েছে সান লাইফ ইন্সুরেন্স। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৭০ পয়সা বা ৬.৫৯ শতাংশ। মেঘনা লাইফ ইন্সুরেন্সের দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে। কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ১০ পয়সা বা ৫.৫৩ শতাংশ। প্রগতি লাইফ ইন্সুরেন্সের তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে। কোম্পানিটির দর বেড়েছে ৬ টাকা ৭০ পয়সা বা ৪.৭৬ শতাংশ। পপুলার লাইফ ইন্সুরেন্সের চতুর্থ সর্বোচ্চ দর বেড়েছে। কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ১০ পয়সা বা ৪.৩৮ শতাংশ।অন্যান্য খাতের মধ্যেদ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিবিধ খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৬৯ কোটি ৩০ লাখ টাকা। যা ডিএসই মোট লেনদেনের ১৫.৪০ শতাংশ। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৬৮ কোটি ৩০ লাখ টাকা। যা ডিএসই মোট লেনদেনের ১৫.১৭ শতাংশ।চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে তথ্যযুক্তি খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৬৭ কোটি ৬০ লাখ টাকা। যা ডিএসই মোট লেনদেনের ১৫.০২ শতাংশ।

Share this news