ফের ফ্লোর প্রাইসে সাত কোম্পানির শেয়ার

Date: 2023-03-07 00:00:10
ফের ফ্লোর প্রাইসে সাত কোম্পানির শেয়ার
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৫ মার্চ) দেশের শেয়ারবাজার বেশ চাঙ্গা ছিল। ওইদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছিল ৩৬ পয়েন্টের বেশি। পরের দিন সোমবার মিশ্র প্রবণতার মধ্যেও ৯টি কোম্পানি ফ্লোর প্রাইস ভেঙ্গে লেনদেন করেছে। এরফলে গতকাল লেনদেন শেষে ফ্লোর প্রাইসে থাকা কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছিল ১৯০টিতে। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।কিন্তু আজও শেয়ারবাজারে মিশ্র প্রবণতা অব্যাহত ছিল। তবে আজ কোনো কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইস অতিক্রম করে লেনদেন করেনি। বরং আজ ৭টি কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসে প্রত্যাবর্তন করেছে। যেগুলো গত দুই দিনে ফ্লোর প্রাইস ভেঙ্গে লেনদেন করেছিল।কোম্পানিগুলো হলো-জিবিবি পাওয়ার, মেঘনা ইন্সুরেন্স, লাফার্জহোলসিম, এরামিট লিমিটেড, উত্তরা ব্যাংক, হামিদ ফেব্রিক্স ও শাহজালাল ব্যাংক লিমিটেড।কোম্পানিগুলোর মধ্যে গত দুই দিনে বেশিরভাগ কোম্পানির শেয়ার ৬-১২ শতাংশ পর্যন্ত দর বেড়েছে। আজ বিনিয়োগকারীরা শেয়ারগুলো থেকে মুনাফা তোলার প্রক্রিয়ায় থাকায় শেয়ারগুলো ফের ফ্লোর প্রাইসে ফিরে এসেছে।কোম্পানিগুলোর মধ্যে আজ ডিএসইতে জিবিবি পাওয়ারের শেয়ার দরে সর্বোচ্চ পতন হয়েছে। গত দুই দিনে কোম্পানিটির দর বেড়েছিল ৫.৬২ শতাংশ। আজ সেই ৫.৬২ শতাংশ দর হারিয়ে কোম্পানিটি ফের ফ্লোর প্রাইসে অবস্থান নিয়েছে।ফ্লোর প্রাইসে ফেরা অন্যান্য কোম্পানির মধ্যে বেশি দর কমেছে মেঘনা ইন্সুরেন্সের, লাফার্জহোলসিম, এরামিট লিমিটেড ও উত্তরা ব্যাংকের।আজ ফ্লোর প্রাইসে ফেরা প্রায় সবগুলো কোম্পানিই ভালো ডিভিডেন্ড দেওয়া কোম্পানি এবং প্রায় সবগুলোই প্রায় ঝুঁকিমুক্ত বিনিয়োগের শেয়ার।

Share this news