ফের ফ্লোর প্রাইসে চার শেয়ার

Date: 2023-05-30 09:00:09
ফের ফ্লোর প্রাইসে চার শেয়ার
ফ্লোর প্রাইস ছাড়ার তিন দিন পর রোববার ফের ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন দরসীমায় নেমেছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড (পিটিএল)। বৃহস্পতিবারের তুলনায় ২০ পয়সা দর হারিয়ে ৭৭ টাকায় নেমেছে শেয়ারটির দর। ফ্লোর প্রাইস ছেড়ে ওপরে ওঠার পর গত বুধবার এর দর সর্বোচ্চ ৮১ টাকা ৭০ পয়সায় উঠেছিল।রোববার প্যারামাউন্ট ছাড়াও আরও তিন কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসে নেমেছে। এর মধ্যে একটি মিউচুয়াল ফান্ড রয়েছে। এদিকে চারটি শেয়ার ফ্লোর প্রাইস ছেড়ে ওপরে উঠেছে। ওপরে ওঠার তালিকায় রয়েছে এশিয়া ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, ইন্দোবাংলা ফার্মা এবং রিলায়েন্স প্রথম মিউচুয়াল ফান্ড। ফ্লোর প্রাইসে নেমেছে প্রাইম ব্যাংক, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, ঢাকা ডাইং এবং প্যারামাউন্ট টেক্সটাইল। এসব শেয়ারের দর আগের দিনের তুলনায় মাত্র ১০ থেকে ২০ পয়সা বেড়েছে বা কমেছে।এদিকে সার্বিকভাবে নেতিবাচক ধারায় ছিল রোববারের লেনদেন। ডিএসইতে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর কমার সঙ্গে বাজার মূল্যসূচক ও লেনদেনের পরিমাণও কমেছে। বীমা খাতের শেয়ারদর বৃদ্ধির ধারায়ও রাশ পড়ে। অব্যাহত ছিল তথ্যপ্রযুক্তি খাতের শেয়ারদর কমার ধারা। তবে বেড়েছে সিমেন্ট খাতের দর।সার্বিক হিসাবে দেশের প্রধান শেয়ারবাজারে ৩৬১ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত ছিল ১৯২টির দর। বেশিরভাগ শেয়ার দর হারানোয় ডিএসইএক্স সূচক প্রায় ৯ পয়েন্ট হারিয়ে ৯২৮১ পয়েন্টে নেমেছে। ডিএসইর লেনদেন আগের দিনের তুলনায় ১২১ কোটি টাকা কমে ৮১২ কোটি টাকার নিচে নেমেছে। একক কোম্পানি হিসেবে বাংলাদেশ শিপিং করপোরেশনের ৫৮ কোটি টাকার লেনদেন ছিল সর্বোচ্চ। একক খাত হিসেবে বীমায় লেনদেন হয়েছে ২৩৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার, যা মোটের প্রায় ২৯ শতাংশ।নিম্নমুখী ধারার মধ্যে রোববার বীমা খাতের ১৯ কোম্পানির শেয়ারদর বেড়েছে, কমেছে ৩১টি এবং অপরিবর্তিত ছিল পাঁচটির দর। বীমা খাতের তালিকাভুক্ত নতুন কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফের শেয়ার টানা অষ্টম দিনে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দর ১৯ টাকা ৩০ পয়সায় কেনাবেচা হয়েছে। এর সঙ্গে বীমা খাতের বিজিআইসির শেয়ারও সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দর বা প্রায় ১০ শতাংশ দর বেড়ে ৬২ টাকা ৯০ পয়সায় উঠেছে। এর বাইরে ন্যাশনাল টি এবং সিএপিএম আইবিবিএফ মিউচুয়াল ফান্ডও সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে কেনাবেচা হয়। এর বাইরে দরবৃদ্ধি পাওয়া অন্যতম শেয়ার ছিল এমারেল্ড অয়েল, গ্লোবাল ইন্স্যুরেন্স ও ওরিয়ন ইনফিউশন।

Share this news