ফের ফ্লোর প্রাইসে ৩ শেয়ার : ৩ বীমার শেয়ার ইতিবাচক

Date: 2023-06-12 17:00:09
ফের ফ্লোর প্রাইসে ৩ শেয়ার : ৩ বীমার শেয়ার ইতিবাচক
পুঁজিবাজারে গতকাল সোমবার দরপতনের বাজারে ৩ কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসে ফিরলেও বীমা খাতের তিনটির দর বেড়েছে। ফ্লোর প্রাইসে ফেরা কোম্পানিগুলো হলো-ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স, জিবিবি পাওয়ার ও ক্রাউন সিমেন্ট লিমিটেড।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানা গেছে।ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের শেয়ার গত ৮ জুন ফ্লোর প্রাইস টপকে যায়। ওইদিন শেয়ারটি ফ্লোর প্রাইস ১৭৯ টাকা টপকে সর্বশেষ ১৯৬ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়। গতকাল সোমবার কোম্পানিটির শেয়ার ফের ফ্লোর প্রাইস ১৭৯ টাকায় নেমে আসে।এদিকে জিবিবি পাওয়ারের শেয়ার গত ২ মে ফ্লোর প্রাইস টপকে লেনদেন হয়। গতকাল দরপতনের বাজারে শেয়ারটি ফের ফ্লোর প্রাইস ১৫ টাকা ১০ পয়সায় লেনদেন হয়।ক্রাউন সিমেন্টের শেয়ার চলতি বছরের জুনে ফ্লোর প্রাইস ৭৪ টকা ৪০ পয়সা থেকে টপকে ৭৬ টাকায় ওঠে আসে। গতকাল শেয়ারটি ফের ফ্লোর প্রাইসে নেমে আসে।অন্যদিকে গতকাল সোমবার দর বাড়ায় ঝলক দেখিয়েছে নর্দার্ন ইন্সুরেন্স, ট্রাস্ট লাইফ ও সোনালী লাইফ।নর্দার্ন ইন্সুরেন্স গত রোববার সর্বশেষ দর ছিল ৪৮ টাকা ৬০ পয়সা। গতকাল শেয়ারটি ৪৮ টাকা থেকে ৪৯ টাকায় লেনদেন হয়েছে। সর্বশেষ দর হয় ৪৮ টাকা ৭০ পয়সা।এছাড়া গতকাল সোনালী লাইফ ইন্সুরেন্সের শেয়ার দর ৬০ পয়সা বেড়ে সর্বশেষ দর ছিল ১০৬ টাকা ১০ পয়সা। ও ট্রাস্ট ইসলামী লাইফের শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বেড়ে ৮২ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়।

Share this news