ফের ফ্লোর প্রাইসে ১১ কোম্পানির শেয়ার
![ফের ফ্লোর প্রাইসে ১১ কোম্পানির শেয়ার](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/6156/Floor-Price.jpg)
সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার (২২ মার্চ) উভয় শেয়ারবাজারে পতন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন মাত্র ১৭টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। আর কমেছে ৮২টি কোম্পানির।অন্যদিকে অপরিবর্তিত রয়েছে ২১৪টি কোম্পানির শেয়ার। যেগুলোর মধ্যে সিংহভাগ কোম্পানির শেয়ারই ফ্লোর প্রাইসের।আজ পতনের তোড়ে ১১টি কোম্পানির শেয়ার ফের ফ্লোর প্রাইসে অবস্থান নিয়েছে। এরমধ্যে ৯টি কোম্পানিই বিমা খাতের। বাকি ২টি প্রকৌশল ও জ্বালানি খাতের। এই ১১টি কোম্পানি নিয়ে ফ্লোর প্রাইসে অবস্থান করা কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছে ২৬১টিতে। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।কোম্পানিগুলো হলো-আজিজ পাইপ, পদ্মা লাইফ, জনতা ইন্সুরেন্স, রিপাবলিক ইন্সুরেন্স, ফিনিক্স ইন্সুরেন্স, দেশ জেনারেল ইন্সুরেন্স, ফেডারেল ইন্সুরেন্স, পূরবী ইন্সুরেন্স, কর্ণফুলী ইন্সুরেন্স, গ্লোবাল ইন্সুরেন্স ও ক্রিস্টাল ইন্সুরেন্স লিমিটেড।কোম্পানিগুলোর মধ্যে বেশি দর কমেছে রিপাবলিক ইন্সরেন্স, ফিনিক্স ইন্সরেন্স, দেশ জেনারেল ইন্সরেন্সের।