ফাইন্যান্সিয়াল টেকনোলজির ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি

Date: 2022-10-10 07:00:11
ফাইন্যান্সিয়াল টেকনোলজির ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান বলেন, আমরা খুব গুরুত্বের সাথে আধুনিক ডাটা সেন্টার নিয়ে কাজ করছি। এই ডাটা সেন্টার বিভিন্ন বাধা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে। আমরা আশাবাদী ২০২২ সালের মধ্যেই আমরা একটা সর্বাধুনিক ডাটা সেন্টার পাব। সেটার সাথে সাথে ডিজাস্টার রিকভারির ব্যবস্থা হচ্ছে এবং এগুলোর মধ্যে বিভিন্ন সফটওয়্যার পরিচত করা হচ্ছে। সব মিলিয়ে আমরা বলতে পারি ফাইনান্সিয়ালি টেকনোলজির ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি।সোমবার (১০ অক্টোবর) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. আব্দুল হালিম। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবিএ সভাপতি রিচার্ড ডি রোজারিও।ডিএসই চেয়ারম্যান বলেন, বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের ফসল আমরা কিভাবে ঘরে তুলবো, এর থেকে কিছু আমরা কিভাবে শিখব- সেটা নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালনের সাধারণ লক্ষ্য হচ্ছে ইনভেস্টর এডুকেশন এবং প্রোটেকশন। এর সাধারণ লক্ষ্যের সাথে সামাঞ্জস্য রেখে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশন (আইওএসকো) সেটা ২০২২ সালের জন্য একটা ম্যাসেজ দিয়েছে তাদের ওয়েবসাইটে। তাতে দুটি বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে একটি হলো সাসটেইনেবল ফাইন্যান্স ও আরেকটি ইনভেস্টর রেজিলিয়ান্স।তিনি বলেন, আইওএসকো তাদের ওয়েবসাইটে একজন স্মার্ট ইনভেস্টরের রেজিলিয়ান্সের জন্য কি কি করতে পারে, সে সম্পর্কে ৬টি অনুশাসন দিয়েছে। আর সাসটেইনেবল ফাইন্যান্সের জন্য যা যা করা যেতে পারে, সে সম্পর্কে তারা ৪টি অনুশাসন দিয়েছে। আমরা যদি বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ থেকে কিছু শিখতে চাই, তাহলে এই ১০টা অনুশাসন আমাদের বিভিন্ন বিষয়ে সাহায্য করতে পারে।ইউনুসুর রহমান বলেন, আজকের যে আলোচ্য বিষয় তা খুব গুরুত্বপূর্ণ কিন্তু দুর্বোধ্য না। সাম্প্রতিক কালে আমরা দেখছি যে ইনফরমেশন টেকনোলজির সাথে সাথে এই ফিনটেকে খাতেও যথেষ্ট উন্নতি হয়েছে। আমরা ফাইন্যান্সিয়ালি টেকনোলজির যে বিষয়টা সামনের দিকে আমরা ব্যবহার করবো, এই ব্যবহারের সাথে সাথে আমাদের সাইবার হুমকি বা সাইবার সিকিউরিটির বিষয়েও যথেষ্ট যত্নবান এখন থেকেই হওয়া উচিত। আর ফাইন্যান্সিয়ালি টেকনোলজি যত বেশি ব্যবহার করবো, তার সাথেও কিছু রিস্ক আছে, সে রিস্কগুলোকে এককথায় আমরা সাইবার হুমকি বলে। সাইবার টেকনোলজির সাথে সাথে এই বিষয়গুলো নিয়ে আমদের জানতে হবে। আর এ সম্পর্কেও আমরা সচেতন হব।তিনি বলেন, একটা বিষয়ের উপরে আমি একটু বেশি গুরুত্ব দিতে চাই, আর সেটা হলো কিভাবে মানুষ মোবাইল এ্যাপ ব্যবহার করে স্টক এক্সচেঞ্জের কার্যক্রমের মধ্যে বা ট্রেডিংয়ের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারেন। এ পার্টে বোধহয় আমাদের সব চাইতে বেশি গুরুত্ব দেওয়া উচিত।

Share this news