এভিয়েশন ও ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে এসিআই

Date: 2023-07-29 09:00:07
এভিয়েশন ও ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে এসিআই
ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এসিআই লিমিটেড এবার এভিয়েশন ব্যবসায় বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে কোম্পানিটি ‘‌এসআই এভিয়োনিক অ্যান্ড এয়ারলাইনস সার্ভিসেস লিমিটেড’ নামে একটি সবসিডিয়ারি কোম্পানি গঠন করবে। এছাড়া কোম্পানিটি ডিজিটাল ব্যাংক স্থাপনে ১০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে কোম্পানির পর্ষদে প্রস্তাব দুটি অনুমোদন হয়েছে। ডিএসইর মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে তালিকাভুক্ত কোম্পানিটি।তথ্য অনুসারে, ‘‌এসআই এভিয়োনিক অ্যান্ড এয়ারলাইনস সার্ভিসেস লিমিটেড’ নামের সাবসিডিয়ারি কোম্পানিটির মোট অনুমোদিত মূলধন হবে ৫০ কোটি ও পরিশোধিত মূলধন হবে ১ কোটি টাকা। এর মধ্যে ৭৭ শতাংশ শেয়ারের মালিকানায় থাকবে এসিআই লিমিটেড। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এ সাবসিডিয়ারি কোম্পানি গঠন প্রক্রিয়া সম্পন্ন করবে তালিকাভুক্ত কোম্পানিটি। এ বিষয়ে কোম্পানির কর্মকর্তারা বণিক বার্তাকে জানিয়েছেন, ভবিষতে এভিয়েশন ব্যবসায় পুরোদমে যুক্ত হওয়ার উদ্দেশ্যে এ সাবসিডিয়ারি কোম্পানিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এদিকে কোম্পানিটি ডিজিটাল ব্যাংক স্থাপনে ১০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এ বিনিয়োগের মাধ্যমে ব্যাংকটির ৫ শতাংশ বা ১০ টাকা মূল্যের এক কোটি সাধারণ শেয়ারের মালিকানায় থাকবে কোম্পানি। যৌথভাবে গঠিত এ ডিজিটাল ব্যাংকের নাম হবে ‘‌কোরি ডিজিটাল পিএলসি’। এ ব্যাংক গঠনে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেয়া হবে। জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের বিধিমালা অনুসারে, ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় আগ্রহী বিনিয়োগকারীদের ন্যূনতম ১২৫ কোটি টাকা পরিশোধিত মূলধন দেখাতে হবে। আর মূলধন আসতে হবে উদ্যোক্তাদের কাছ থেকে। এক্ষেত্রে প্রতি উদ্যোক্তাদের ন্যূনতম ৫০ লাখ টাকার শেয়ার মালিকানা নিতে হবে। আর সর্বোচ্চ ১০ শতাংশ বা ১২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার মালিকানা নেয়া যাবে। সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ৫ টাকা ৬৭ পয়সা। আর সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪২ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১২৯ টাকা ৬৭ পয়সায়। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ৫০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে এসিআই লিমিটেড।

Share this news