এসিআই ফরমুলেশনসের ঋণমান প্রকাশ

Date: 2023-01-13 16:00:08
এসিআই ফরমুলেশনসের ঋণমান প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআই ফরমুলেশনস লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-থ্রি’। ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, সদ্যসমাপ্ত বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং প্রকাশের দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইসিএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে এসিআই ফরমুলেশনসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৪ কোটি ২৯ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২১ কোটি ৩৫ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ২ কোটি ৯৪ লাখ টাকা বা ১৩ দশমিক ৭৭ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৫ টাকা ১৪ পয়সায়। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৫২ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৫ টাকা ৮৮ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৬৩ টাকা ৫৯ পয়সায়।এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য মোট ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে এসিআই ফরমুলেশনস। এর মধ্যে ৩০ শতাংশ নগদ ও বাকি ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ২০১৯-২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

Share this news