এপিএসসিএল বন্ডের ট্রাস্টি কমিটির সভা আগামীকাল
![এপিএসসিএল বন্ডের ট্রাস্টি কমিটির সভা আগামীকাল](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/3545/news_323346_1.jpg)
পুঁজিবাজারে তালিকাভুক্ত এপিএসসিএল নন-কনভার্টেবল অ্যান্ড ফুল্লি রিডিমেবল কুপন বেয়ারিং বন্ডের ট্রাস্টি কমিটির সভা আগামীকাল বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় বন্ডটির তৃতীয় বছরের দ্বিতীয় অর্ধবার্ষিকের (চলতি বছরের ৫ জুলাই থেকে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত) জন্য মুনাফা-সংক্রান্ত কুপন রেট ঘোষণা করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গিয়েছে।এর আগে ইউনিটহোল্ডারদের তৃতীয় বছরের প্রথম অর্ধবার্ষিকের (চলতি ২০২২ সালের ৫ জানুয়ারি থেকে ৪ জুলাই) জন্য ৫ দশমিক ২৫ শতাংশ কুপন রেট হারে মুনাফা দিয়েছে বন্ডটির ইস্যুকারী প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল)।২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত আশুগঞ্জ পাওয়ারের সেকেন্ডারি মার্কেটে লেনদেনযোগ্য এপিএসসিএল বন্ডের আইপিও সাবস্ক্রিপশন অনুষ্ঠিত হয়। বন্ড ছেড়ে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকার তহবিল সংগ্রহ করেছে আশুগঞ্জ পাওয়ার। আইপিও তহবিল সংগ্রহের মাধ্যমে ৪০০ মেগাওয়াটের কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগের পরিকল্পনা ছিল কোম্পানির। এর মধ্যে ভূমি উন্নয়ন ও সিভিল ওয়ার্কের জন্য ৪৬ কোটি ৮০ লাখ, প্রাথমিক জ্বালানি বাবদ ৩০ কোটি, যানবাহন ক্রয়ে ৩ কোটি ৬০ লাখ, প্রকৌশলী ও পরামর্শক সেবার জন্য ৪ কোটি ৪০ লাখ, চলতি মূলধন বাবদ ১০ কোটি ৯৯ লাখ ও আইপিও খরচ খাতে ৪ কোটি ২১ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা করা হয়।আশুগঞ্জ পাওয়ারের বন্ডটির মেয়াদ সাত বছর। এর বার্ষিক কুপন সুদহার হবে ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদহারের সঙ্গে ৪ শতাংশ মার্জিনযুক্ত হার (যা সর্বনিম্ন ৮ দশমিক ৫ শতাংশ ও সর্বোচ্চ ১০ দশমিক ৫ শতাংশ)। এ কুপন অর্ধবার্ষিক মেয়াদে প্রদেয়। আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫ হাজার টাকায় একটি বন্ড বরাদ্দ ছিল। আইপিওতে আসার পর প্রথম তিন বছর বিনিয়োগকারীরা ট্রেজারি বিলের সুদহারের সঙ্গে মার্জিনযুক্ত হারে লভ্যাংশ পাবেন। আর চতুর্থ বছর থেকে লভ্যাংশের পাশাপাশি বিনিয়োগকৃত অর্থ ফেরত দেয়া শুরু হবে। চতুর্থ থেকে সপ্তম বছরে চার কিস্তিতে ২৫ শতাংশ হারে অর্থ ফেরত দেয়া হবে। আর সপ্তম বছর শেষে বিনিয়োগকারীদের পাওনা পুরোপুরি পরিশোধের পর বন্ডটির মেয়াদ শেষ হয়ে যাবে।