এপিআই পার্কে উৎপাদনের অনুমোদন একমি ল্যাবরেটরিজের

শেয়ারবাজারে তালিকাভুক্ত একমি ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ রাজধানীর পাশে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই) ইন্ডাস্ট্রিয়াল পার্কে এপিআই প্রকল্পের বৈধ ব্যাচের উৎপাদন অনুমোদন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।মুন্সীগঞ্জের এপিআই পার্কে ভ্যালিডেশন ব্যাচকে ঔষধ উৎপাদনের অনুমতি দিয়েছে একমি ল্যাবরেটরিজ।এর আগে নানান জটিলতায় এপিআই পার্কে কারখানা স্থাপন করেও কোম্পানিগুলো উৎপাদন শুরু করতে পারেনি।