এপিআই ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করবে ইবনে সিনা

Date: 2023-07-23 06:00:07
এপিআই ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করবে ইবনে সিনা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি এপিআই (Active Pharmaceutical Ingredients-API) তথা ওষুধের মৌলিক কাঁচামাল উৎপাদন শিল্পে বিনিয়োগ করবে। এর শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান (Subsidiary Company) দ্যা ইবনে সিনা এপিআই ইন্ডাস্ট্রি লিমিটেডের মাধ্যমে এই বিনিয়োগ করা হবে।শনিবার (২২ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৩০৬ তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।LankaBangla securites single pageসূত্র অনুসারে, পর্ষদ বৈঠকে ১০ কোটি টাকায় ইবনে সিনা এপিআই ইন্ডাস্ট্রি লিমিটেডের সব শেয়ার সাবস্ক্রাইব তথা কেনার সিদ্ধান্ত হয়েছে। এ টাকায় মূলধনী যন্ত্রপাতি আমদানি করবে ইবনে সিনা এপিআই ইন্ডাস্ট্রি।একই বৈঠকে, চট্টগ্রাম ও বরিশাল এ নিজস্ব ভূমিতে সেলস ডিপো স্থাপনের লক্ষ্যে চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানাধীন, পাঁচলাইশ মৌজায় ৪২ দশমিক ৯০ শতাংশ ও বরিশাল সিটি কর্পোরেশন বিমানবন্দর থানাধীন ইছাকাটি মৌজায় ৩৪ শতাংশ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছেন ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের পরিচালকরা।রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য আনুষঙ্গিক খরচ ব্যতিত জমি দুটির মূল্য যথাক্রমে ২ কোটি ৬০ লাখ টাকা ও ২ কোটি ৯৮ লাখ টাকা।

Share this news