এপেক্স ফুডসের দুই পরিচালকের পদত্যাগ, পর্ষদ পুনর্গঠন

পুঁজিবাজারে তালিকাভু্ক্ত প্রতিষ্ঠান এপেক্স ফুডস লিমিটেডের পর্ষদ থেকে দুই পরিচালক পদত্যাগ করেছেন। ফলে কোম্পানিটি নতুন করে বোর্ড পুনর্গঠন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, পদত্যাগ করা দুই পরিচালক হলেন মাহির আহমেদ এবং ইফাজ আহমেদ। নতুন করে বোর্ডে চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন জহুর আহমেদ। পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন সদ্য সাবেক চেয়ারম্যান জাফর আহমেদের স্ত্রী শওকত আরা আহমেদ এবং অসীম কুমার বড়ুয়া। ১৭.৩৩ শতাংশ শেয়ার থাকায় শওকত আরাকে পরিচালনা পর্ষদে অন্তভূক্ত করা হয়েছে। এছাড়া সতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারেক নিজামউদ্দিন আহমেদ।কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন শাহরিয়ার আহমেদ।