এনভয় টেক্সটাইলসের পর্ষদ পুনর্গঠন-পরবর্তী সভা ৯ মে

Date: 2023-05-03 21:00:11
এনভয় টেক্সটাইলসের পর্ষদ পুনর্গঠন-পরবর্তী সভা ৯ মে
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেডের পর্ষদ ভেঙে দেয়ায় দীর্ঘদিন ধরে কোম্পানিটির পর্ষদ সভা হয়নি। সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের চূড়ান্ত আদেশ পেয়ে কোম্পানিটির পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। এ পুনর্গঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা আহ্বান করা হয়েছে ৯ মে বেলা ৩টায়।জানা যায়, পর্ষদ সভা থেকে কোম্পানিটির সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। একই সভা থেকে কোম্পানির চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম (জুলাই-সেপ্টেম্বর), দ্বিতীয় (অক্টোবর-ডিসেম্বর) ও তৃতীয় (জানুয়ারি-মার্চ) প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।সম্প্রতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তার চূড়ান্ত আদেশে এনভয় টেক্সটাইলসের চেয়ারম্যান, ভাইস চেয়াম্যান, ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক এবং তিনজন সতন্ত্র পরিচালক ও পাঁচজন পরিচালক নিয়োগ দিয়েছেন। নির্দেশনায় বলা হয়েছে, কোম্পানির সাবেক চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদকে পুনরায় চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয়া হলো।এছাড়া স্বতন্ত্র পরিচালক ড. কাজী আনোয়ারুল হক একই সঙ্গে ভাইস চেয়াম্যান এবং ব্যারিস্টার শফিকুর রহমান, ফখরুদ্দিন আহমেদ ও রাষ্ট্রদূত সৈয়দ শাহেদ রেজাকে কোম্পানির স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। অন্যদিকে সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভির আহমেদ ও উপব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার শেহরিন সালাম ঐশীকে একই পদে নিয়োগ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া আব্দুস সালাম মুর্শেদী, রাশিদা আহমেদ, শারমিন সালাম, সুমাইয়া আহমেদ ও ইশমাম সালামকে কোম্পানির পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

Share this news