এনভয় টেক্সটাইলসের এমডি থাকতে পারবেন না সালাম মুর্শেদী

শেয়ারবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে আবদুস সালাম মুর্শেদীকে গত মার্চ মাসে হাইকোর্টের কোম্পানি বেঞ্চের পর্ববেক্ষণে কোম্পানি আইন ও শুল্ক আইন লঙ্ঘনের দায়ে অযোগ্য বলে অভিহিত করা হয়েছিল।পরে ওই রায়ের বিরুদ্ধে সালাম মুর্শেদী আপিল করেন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এই আপিল খারিজ করে দিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছেন। ফলে সালাম মুর্শেদী কোম্পানিটির পরিচালক পদে থাকতে পারবেন না।আদালত সূত্রে জানা গেছে, গত ১২ নভেম্বর আপিল বিভাগে এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানি শেষে প্রদত্ত রায়ে আপিল বিভাগ উল্লেখ করেছেন, আমরা হাইকোর্ট বিভাগের কোম্পানি বেঞ্চ কর্তৃক গৃহীত ৯ মার্চ ২০২৩ তারিখের রায় এবং আদেশে হস্তক্ষেপ করার কোনো কারণ খুঁজে পাই না।তাছাড়া গত ২৪ আগস্ট অনুষ্ঠিত কোম্পানিটির এজিএমে শেয়ারহোল্ডারদের দ্বারা নির্বাচিত পর্ষদকে একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আয়োজনের মাধ্যমে একজন এমডি ও ডিএমডি নির্বাচনের নির্দেশ দেয়া হয়েছে। এজিএমে হাইকোর্টের সাবেক বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী সভাপতিত্ব করবেন বলে আপিল বিভাগের আদেশে বলা হয়েছে।আপিল বিভাগের রায়ের বিষয়ে বিবাদী পক্ষের আইনজীবী ব্যারিস্টার তানজিব-উল আলম বলেন, ‘নিয়ম অনুযায়ী শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক একই সঙ্গে অন্য কোনো কোম্পানিতে একই পদে থাকতে পারবেন না। তা সত্ত্বেও সে সময় সালাম মুর্শেদী এনভয় টেক্সটাইলসের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন এবং অন্তত ৩০টি কোম্পানিতে একই পদে দায়িত্ব পালন করছিলেন। তিনি কোম্পানি আইনের ১০৯ ধারার বিধান লঙ্ঘন করেছেন। তাই তাকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হওয়ার অযোগ্য ঘোষণা করা হয়েছে।’শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেডের পর্ষদ ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের সুপারিশ করেছে। মূলত কোম্পানির ভেঙে দেয়া পর্ষদ পুনর্গঠন হওয়ার পর আগের সব আর্থিক প্রতিবেদন গত ৯ মে অনুষ্ঠিত সভায় অনুমোদন করা হয়। ঘোষিত ডিভিডেন্ড ও আলোচ্য অর্থবছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে গত ২৬ জুন বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করা হয়েছিল। তবে পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক আদেশের পরিপেক্ষিতে এজিএম স্থগিত করা হয়। গত ২৪ আগস্ট স্থগিত হয়ে যাওয়া এজিএম অনুষ্ঠিত হয়েছে।