এনভয় টেক্সটাইলের পর্ষদ পুনর্গঠন করলো হাইকোর্ট

Date: 2023-04-10 21:00:24
এনভয় টেক্সটাইলের পর্ষদ পুনর্গঠন করলো হাইকোর্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছেন হাইকোর্ট।মঙ্গলবার (১১ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, এনভয় টেক্সটাইলের পুনর্গঠিত পর্ষদে কুতুব উদ্দিন আহমেদকে কোম্পানিটির চেয়ারম্যান করা হয়েছে। ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন স্বতন্ত্র পরিচালক ড. কাজী আনোয়ারুল হক।কোম্পানির নতুন পর্ষদের পরিচালকরা হলেন, আব্দুস সালাম মুর্শেদী, রাশিদা আহমেদ, শারমিন সালাম, সুমাইয়া আহমেদ এবং ইশমাম সালাম। এছাড়াও কোম্পানিটিতে স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব পালন করবেন ব্যরিস্টার শফিকুর রহমান, ফখরুদ্দিন আহমেদ এবং সৈয়দ শাহেদ রেজা।তানভীর আহমেদ কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করবেন। আর উপ-ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকবেন শেহরিন সালাম ঐশি।

Share this news