এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান গত ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই প্রতিষ্ঠানটির ইউনিট হোল্ডারদের জন্য ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্যমতে, মাপ্ত অর্থবছরে ফান্ডটির মোট সম্পদমূল্য হয়েছে ৬ কোটি ৫৯ লাখ ২৬ হাজার ৮৮৬ টাকা। ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৬১ পয়সা। বাজারমূল্যে ইউনিট প্রতি সম্পদমূল্য ১০ টাকা ৯৭ পয়সা।আলোচিত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে এবং রেকর্ড ডেট নির্ধারণ করেছে আগামী ১০ মার্চ,২০২৪।