এনবিআর ও ডিএসইতে ভিন্ন তথ্য : ৭ কার্যদিবসের মধ্যে আয়কর তথ্য দেওয়ার নির্দেশ

Date: 2023-05-18 01:00:13
এনবিআর ও ডিএসইতে ভিন্ন তথ্য : ৭ কার্যদিবসের মধ্যে আয়কর তথ্য দেওয়ার নির্দেশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের আয়কর নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেওয়া তথ্যের মধ্যে অসঙ্গতি পাওয়া গেছে। এনবিআর এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল এই অসঙ্গতি খুঁজে পেয়েছে।এই অবস্থায় জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের কাছে ট্যাক্স অ্যাসেসমেন্ট কপি ও ট্যাক্স রিটার্ন সাবমিটের তথ্য জমা দিতে বলেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।এনবিআর এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল জানিয়েছে, এনবিআর এর আয়কর বিভাগে জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের ২০১৪-১৫ ও ২০১৫-১৬ অর্থবছরের দাখিল করা ডকুমেন্টসে ডিএসইতে দেওয়া তথ্যের সঙ্গে অসঙ্গতি পাওয়া গেছে।যার সত্যতা যাচাইয়ে জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের কাছে ওই দুই অর্থবছরের ট্যাক্স অ্যাসেসমেন্ট কপি ও ট্যাক্স রিটার্ন সাবমিটের তথ্য চেয়েছে বিএসইসি। এলক্ষ্যে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে চিঠি ইস্যু করা হয়েছে। বিএসইসির সহকারি পরিচালক মো. তরিকুল ইসলামের গত ১১ মে সাক্ষরিত চিঠিতে ৭ কার্যদিবসের মধ্যে তথ্য জমা দিতে বলা হয়েছে।উল্লেখ্য, ২০১১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির জন্য প্রতিটি শেয়ার ২৫ টাকা (প্রিমিয়াম ১৫ টাকা) করে ইস্যুর মাধ্যমে ৫০ কোটি টাকা উত্তোলন করা হয়েছিল। ব্যবসা সম্প্রসারন ও ঋণ পরিশোধের লক্ষ্যে শেয়ারবাজারে আসা এই কোম্পানিটি এখন শোচণীয় অবস্থায়। এতে করে আইপিও পূর্ব ৬ মাসের ৩.০৫ টাকার শেয়ারপ্রতি মুনাফা এখন চলতি অর্থবছরের ৯ মাসে লোকসান শেয়ারপ্রতি ৩.০৮ টাকা।

Share this news