এমজেএলবিডির ৫০% নগদ লভ্যাংশ ঘোষণা

Date: 2022-10-24 17:00:20
এমজেএলবিডির ৫০% নগদ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি এমজেএল বাংলাদেশ লিমিটেড সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে। গতকাল অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গিয়েছে।সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে এমজেএলবিডির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৩৬ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৭ টাকা ৫৩ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ৫৫ পয়সায়, যা আগের বছরের ৩০ জুন শেষে ছিল ৩৯ টাকা ৬৯ পয়সা। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে এ বছরের ২৬ ডিসেম্বর বেলা ৩টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ নভেম্বর।এর আগের ২০২০-২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এমজেএলবিডি।আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা ৫৩ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৫২ পয়সা।২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এমজেএল বাংলাদেশের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩১৬ কোটি ৭৫ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৫২১ কোটি ৭০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৩১ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ২৭। এর ৭১ দশমিক ৫২ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২১ দশমিক ৪৯ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ১৫ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৬ দশমিক ৮৪ শতাংশ শেয়ার রয়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল এমজেএলবিডির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৮৬ টাকা ৭০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৮২ টাকা ৩০ পয়সা থেকে ১০২ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

Share this news