এমজেএলবিডি এলপিজি ট্যাংকার কিনবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমজেএলবিডির পরিচালনা পর্ষদ নতুন বিল্ড ১১ হাজার সিবিএম প্রেসারাইজড এলপিজি ট্যাংকার কেনার প্রস্তাব অনুমোদন করেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, কোম্পানিটি এলপিজি ট্যাংকার কিনতে কোম্পানিটির ৩ কোটি ২৫ লাখ টাকা চুক্তি অনুমোদন করেছে।এমজেএলবিডি আরও ১৫ লাখ টাকা অনুমোদন করেছে জাহাজ নির্মাণ ফি, কনসালটেন্সি ফি, পরিবর্তন খরচ, টেকওভার খরচ, আইনি ফি, অপরেশনাল খরচ এবং ভ্রমণ খরচ বাবদ।