এমডি ও ডিএমডি নিয়োগে ইজিএম করবে এনভয় টেক্সটাইল

Date: 2023-12-13 16:00:10
এমডি ও ডিএমডি নিয়োগে ইজিএম করবে এনভয় টেক্সটাইল
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ বিশেষ সাধারণ সভা (ইজিএম) করার সিদ্ধান্ত নিয়েছে।আগামী বছরের ২৯ জানুয়ারি বেলা ১১টায় কোম্পানিটির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) নিয়োগ দেয়ার জন্য ইজিএম আহ্বান করা হয়েছে।উচ্চ আদালতের আপিল বিভাগ থেকে আদেশ পেয়ে কোম্পানিটি ইজিএম আহ্বান করেছে। ইজিএম-এর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩ জানুয়ারি।এর আগে গত মার্চে হাইকোর্টের কোম্পানি বেঞ্চের পর্ববেক্ষণে কোম্পানি আইন ও শুল্ক আইন লঙ্ঘনের দায়ে আবদুস সালাম মুর্শেদীকে এনভয় টেক্সটাইলের এমডি পদে থাকার অযোগ্য বলে অভিহিত করা হয়েছিল। পরবর্তী সময়ে ওই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ আপিলটি খারিজ করে দিয়ে হাইকোর্টের রায় বহাল রাখেন। ফলে সালাম মুর্শেদী কোম্পানিটির পরিচালক পদে থাকতে পারবেন না।এনভয় টেক্সটাইলস লিমিটেডের পর্ষদ ২০২১-২২ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের সুপারিশ করেছে। মূলত কোম্পানির ভেঙে দেয়া পর্ষদ পুনর্গঠন হওয়ার পর আগের সব আর্থিক প্রতিবেদন গত ৯ মে অনুষ্ঠিত সভায় অনুমোদন করা হয়।

Share this news