এমারেল্ড অয়েলের সোমবার লেনদেন চালু
![এমারেল্ড অয়েলের সোমবার লেনদেন চালু](https://stocknews.zubaer.com/images/stock-news-bangladesh-zubaer.jpg)
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল লিমিটেডের সোমবার শেয়ার লেনদেন চালু হবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আজ বৃহস্পতিবার রের্কড ডেটের কারণে শেয়ার লেনদেন স্থগিত রেখেছে প্রতিষ্ঠানটি। আগামী সোমবার এ প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন যথা নিয়মে চলবে।