এলসি নিষ্পত্তিতে চুক্তি করবে সামিট পাওয়ার

Date: 2022-09-16 00:29:50
এলসি নিষ্পত্তিতে চুক্তি করবে সামিট পাওয়ার
পুঁঁজিবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ার লিমিটেড (এসপিএল) ও এর সহ-উদ্যোক্তা কোম্পানি সামিট করপোরেশন লিমিটেড (এসিএল) যৌথভাবে সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেডের (এসওএসসিএল) সঙ্গে একটি চুক্তির সিদ্ধান্ত নিয়েছে। চুক্তি অনুসারে আগের এলসি নিষ্পত্তি করা ও নতুন এলসি খোলার জন্য এসওএসসিএলকে অগ্রিম অর্থ দেয়া হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিটি।তথ্য অনুসারে, এ চুক্তির মাধ্যমে এসপিএল ও এসিএলের সামিট বরিশাল পাওয়ার লিমিটেড, সামিট নারায়ণগঞ্জ পাওয়ার ইউনিট-২ লিমিটেড, এস অ্যালায়েন্স পাওয়ার লিমিটেড ও সামিট গাজীপুর-২ পাওয়ার লিমিটেড বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) বাধ্যবাধকতা অনুসারে সুষ্ঠু ও ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারবে। এক্ষেত্রে এসব কোম্পানিতে এসপিএল ও এসিএলের ধারণকৃত শেয়ারের অনুপাতে অগ্রিম অর্থ প্রদান করা হবে। স্থানীয় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে নেয়া ঋণ কিংবা সামিট পাওয়ারের নিজস্ব তহবিল থেকে এ অর্থ জোগান দেয়া হবে।সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। আলোচ্য হিসাব বছরে সামিট পাওয়ারের সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৮৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ২৫ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৫ টাকা ৭২ পয়সায়।

Share this news