এক্সপোর দ্বিতীয় দিনে যারা পুরস্কার জিতলেন
অর্থসূচকের উদ্যোগে আয়োজিত ক্যাপিটাল মার্কেট এক্সপো ২০২৩ এ অংশগ্রহণ করা দর্শনার্থীদের জন্য প্রতিদিনই থাকছে নানা পুরস্কার। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় দিন বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এক্সপোতে আগত লটারিতে অংশগ্রহণ করা কুপনের উপর এদিন রাত ৮টায় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে ৮ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। প্রথম পুরস্কার হিসেবে রয়েছে কাপলসহ হোটেল গ্রেভার ইন ইন্টারন্যাশনালে ২ দিন ১ রাত রাত্রী যাপন।শেয়ারবাজারের নতুন ব্র্যান্ডিং আর সচেতনতা বাড়ানোর লক্ষ্যে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সম্মেলন কেন্দ্রে এ মেলা শুরু হয়েছে। মেলা চলবে আগামীকাল শনিবার (৭ জানুয়ারি) পর্যন্ত। ৩ দিনের এ মেলা প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত উম্মুক্ত থাকবে। এক্সপোতে প্রবেশের জন্য কোনো টিকিট লাগছে না।এদিকে অর্থসূচক ক্যাপিটাল মার্কেট এক্সপো -২০২৩ এর তৃতীয় দিনের (শনিবার) আয়োজনেও থাকছে ২টি অনুষ্ঠান। এদিন সকাল সাড়ে দশটায় শুরু হবে ‘আপনার টাকা কোথায় রাখবেন’ শিরোনামের সেমিনার। আর সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান।