একনজরে ৫০ কোম্পানির লভ্যাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের প্রায় অর্ধশত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠক ছিল গতকাল বৃহস্পতিবার (২৭ অক্টোবর)। ওই বৈঠকে সর্বশেষ হিসাববছরের (জুলাই’২১-জুন’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন শেষে লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।শুক্রবার এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত ৫০টি কোম্পানির পর্ষদ বৈঠকের সিদ্ধান্ত জানা সম্ভব হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে ৪৫ টি কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। পাঁচটি কোম্পানি লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।