এখনই প্রত্যাহার হচ্ছে না ফ্লোর প্রাইস

Date: 2023-02-28 04:00:19
এখনই প্রত্যাহার হচ্ছে না ফ্লোর প্রাইস
পুঁজিবাজারে ফ্লোর প্রাইস (শেয়ারের দামের সর্বনিম্ন সীমা) তুলে না নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তাই আপাতত ফ্লোর প্রাইস প্রত‌্যাহার করে নেওয়ার কোনও সম্ভাবনা নেই। এ বিষয়ে বিনিয়োগকারীদের ভয় পাওয়ার কোনও কারণ নেই।মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফোরামের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম‌্যান অধ‌্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে করনীয় নির্ধারণ করতে সিইও ফোরামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।এদিকে বৈঠকের বিষয়ে বিএমবিএ সভাপতি ও ইবিএল সিকিউরিটিজের সিইও গণমাধ‌্যমকে জানান, আপাতত ফ্লোর প্রাইস তুলে দেওয়া হচ্ছে না। পুঁজিবাজারে লেনদেনে গতি ফিরলেই ফ্লোর প্রাইস প্রত‌্যাহার করে নেওয়া হবে।গত বছরের ২১ ডিসেম্বর পুঁজিবাজারে লেনদেনে গতি ফেরাতে তালিকাভুক্ত ১৬৯টি কোম্পানির ফ্লোর প্রাইস প্রত‌্যাহার করে নেওয়া হয়েছিল। একইসাথে এসব কোম্পানির শেয়ারদর এক দিনে সর্বোচ্চ কমায় সীমা নির্ধারিত হয়েছিল ১ শতাংশ। তবে গত কয়েকদিন ধরে পুঁজিবাজারে গুজব ছড়ানো হচ্ছে ফ্লোর প্রাইস তুলে নিবে বিএসইসি। ফলে এর প্রভাবে পুঁজিবাজারে গত কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিক দরপতন হয়েছে।

Share this news