একীভূতকরণের অনুমতি পেল ইন্ট্রাকো

Date: 2023-08-27 17:00:08
একীভূতকরণের অনুমতি পেল ইন্ট্রাকো
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশনের পরিচালনা বোর্ড একীভূতকরণের অনুমতি দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, কোম্পানিটির সাথে এম.হাই অ্যান্ড কোং সিএনজি রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড, নেসা অ্যান্ড সনস লিমিটেড এবং গুড সিএনজি রি-ফুয়েলিং স্টেশন একীভূত হবে।ইন্ট্রাকো রি-ফুয়েলিং শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা, ব্যাংক এবং অন্যান্য ক্রেডিটরস ও উচ্চ আদালতের অনুমতি সাপেক্ষে একীভূত হতে পারবে।

Share this news