একীভূতকরণে অনুমোদন পেলো ইভিন্স টেক্সটালি

Date: 2023-05-20 17:00:28
একীভূতকরণে অনুমোদন পেলো ইভিন্স টেক্সটালি
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ইভিন্স টেক্সটাইলকে সহযোগি প্রতিষ্টানের সাথে একীভুত করার জন্য অনুমোদন দিয়েছে। কোম্পানিটির সহযোগি প্রতিষ্ঠানে ইভিটেক্স ফ্যাশনস লিমিটেডকে একীভূতকরণে অনুমোদন দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। গতকাল এক মূল্যসংবেদনশীল তথ্যে বিষয়টি জানিয়েছে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানিটি।এভিন্স গ্রুপের তৈরি পোশাক কারখানা হলো এভিটেক্স ফ্যাশনস। সহযোগি প্রতিষ্ঠানটিকে একীভূতকরণের বিষয়ে ২০২১ সালের ২৩ আগস্ট অনুষ্ঠিত কোম্পানিটির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়। এর আগে এ-সংক্রান্ত খসড়া স্কিমে অনুমোদন দেয় এভিন্স টেক্সটাইলসের পরিচালনা পর্ষদ।শেয়ারহোল্ডারদের অনুমোদন পাওয়ার পর হাইকোর্ট ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ একীভূতকরণ প্রক্রিয়া কার্যকর করার কথা জানানো হয় তখন। এরই মধ্যে হাইকোর্টের অনুমোদন পেয়েছে কোম্পানিটি। এখন হাইকোর্টের চূড়ান্ত অনুমোদন ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ একীভূতকরণ সম্পন্ন করা হবে। অধিগ্রহণের ফলে এভিটেক্স ফ্যাশনসের সব সম্পদ ও দায় তালিকাভুক্ত কোম্পানি এভিন্স টেক্সটাইলের অধীনে চলে যাবে।

Share this news