একীভূতকরণে বৈঠক করবে শেপার্ড ইন্ডাস্ট্রিজ

শেয়ারবাজারে তালিকাভুক্তর বস্ত্র খাতের কোম্পানি শেপার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসির সঙ্গে শেপার্ড টেক্সটাইল বিডি একীভূতকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে শেপার্ড টেক্সটাইল বিডির ঋণদাতাদের (ক্রেডিটরস) সঙ্গে বৈঠকের অনুমতি দিয়েছেন উচ্চ আদালত।ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) মাধ্যমে কোম্পানিটি বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে।কোম্পানিটি আগামী ১৮ জুন সকাল ১০টায় ক্রেডিটরসদের (ঋণদাতা) সাথে বৈঠক করবে। উত্তরা মডেল টাউনে শেপার্ড টাওয়ারে কোম্পানিটির বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।