একীভূতকরণ সিদ্ধান্তে ইজিএম আহ্বান করেছে দুই কোম্পানি

Date: 2023-07-17 06:00:10
একীভূতকরণ সিদ্ধান্তে ইজিএম আহ্বান করেছে দুই কোম্পানি
উদ্যোক্তা প্রতিষ্ঠান পার্ল পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডকে একীভূতকরণের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। এ-সংক্রান্ত স্কিমে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৬ আগস্ট সকাল সাড়ে ১০টা ভার্চুয়াল মাধ্যমে ইজিএম আহ্বান করেছে তালিকাভুক্ত পেপার খাতের কোম্পানিটি। খাতসংশ্লিষ্ট আরেক কোম্পানি পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড সম্প্রতি মাগুরা পেপার মিলস লিমিটেডকে একীভূতকরণের সিদ্ধান্ত জানিয়েছে। তালিকাভুক্ত এ কোম্পানিও একই দিনে দুপুর ১২টায় ইজিএম আহ্বান করেছে। ডিএসইর মাধ্যমে গতকাল পৃথকভাবে এ তথ্য জানিয়েছে কোম্পানি দুটি। বাংলাদেশ মনোস্পুল পেপার: কোম্পানির ১৮৮তম পর্ষদ সভায় উদ্যোক্তা প্রতিষ্ঠান পার্ল পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডকে একীভূতকরণসংক্রান্ত স্কিমে সদস্যদের অনুমোদন নেয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশনা অনুসারে এখন এ স্কিমে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়ার জন্য ইজিএম আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩ আগস্ট। এ একীভূতকরণ সম্পন্ন হলে পার্ল পেপার ও বিডি মনোস্পুলের টিকে থাকার সক্ষমতা বাড়বে।

Share this news